Physical Address

304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

আসসালামু আলাইকুম অর্থ কি

আসসালামু আলাইকুম অর্থ কি– যে বা যারা এই প্রশ্নটি করে থাকেন তাদের উদ্দেশ্যে আমাদের আজকের আর্টিকেল। সম্মানিত দ্বীনি ভাই এবং বোনেরা, আপনারা নিশ্চয়ই এটুকু জানবেন আসসালামু আলাইকুম একটি আরবি শব্দ। আর এই বাক্যটি একজন মুসলিম অপর একজন মুসলিমের সাথে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে বলে থাকেন। এর একটি সুন্দর শাব্দিক এবং আভিধানিক অর্থ রয়েছে। যা আমরা এ পর্যায়ে সুস্পষ্টভাবে তুলে ধরবো।

আসসালামু আলাইকুম অর্থ কি

আরও দেখুনঃ সাধারন জ্ঞান

আসসালামু আলাইকুম অর্থ কি

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়াবারাকাতুহু আরবী এই বাক্যটির অর্থ হলোঃ আপনার ওপর শান্তি বর্ষিত হোক। এখানে আসসালামুয়ালাইকুম শব্দের অর্থ:- শান্তি, প্রশান্তি, শুভকামনা এবং দোয়া। সুতরাং এক কথায় দিয়ে শেষ করা যায়, তা হল:- “আস-সালামু আলাইকুম” আরবি (اَلسَّلَامُ عَلَيْكُمْ) এর অর্থ হল:- “আপনার ওপর শান্তি বর্ষিত হোক”।

আর সালামের পূর্নাঙ্গ বাক্যাংশটি হলো “আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু” (ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ) এর বাংলা অর্থ হল:- আপনার উপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক।

আসসালামু আলাইকুম এর শাব্দিক অর্থ কি

অভিবাদনঃ

ٱلسَّلَامُ عَلَيْكُمْ,

আস-সালামু ʿআলাইকুম

ٱل আল/আস=সুনির্দিষ্ট/টি (পদাশ্রিত নির্দেশক, ইংরেজি the এর সমার্থক), سَّلَامُ সালাম(উ) = শান্তি, (عَلَ(يْ আলা(ই) = উপরে, كُمْ কুম = তোমাদের।

জবাব/প্রতিক্রিয়াঃ

وَعَلَيْكُمُ ٱلسَّلَامُ,

ওয়া ʿআলাইকুমু স-সালাম

وَ ওয়া = এবং, عَلَيْكُمُ আলা(ই)কুম = তোমাদের উপর, ٱلسَّلَامُ আল/আস-সালাম = শান্তিটি।

আসসালামু আলাইকুম বাক্যটির তাৎপর্য

একজন মুসলিম হয়ে অন্য একজন মুসলিমকে সালাম দেওয়া মহান রাব্বুল আলামিন মুমিন ব্যক্তির অন্যতম বৈশিষ্ট্য হিসেবে গণনা করেছেন। আর তাই সালাম একটি সম্মানজনক, অভিনন্দন জ্ঞাপন, অভ্যর্থনামূলক উচ্চ মর্যাদাসম্পন্ন একটি ইসলামী অভিবাদন। 

কোরআন ও হাদিসে উল্লেখ রয়েছে– এই সালাম আল্লাহর নামসমূহের মধ্যে অন্যতম একটি। আর তিনি সর্বপ্রথম প্রথম নবী অর্থাৎ আদি মানব মর্যাদা আদম আলাইহি ওয়া সাল্লামকে এই সালাম শিক্ষা প্রদান করেছিলেন। 

আরও দেখুনঃ নামের অর্থ

জানা যায় আল্লাহ তা’আলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর বলেছিলেন– যাও এবং ফেরেশতাদের সালাম দাও এবং তোমার সালামের কি উত্তর দেয় তা মনোযোগ সহকারে শোনো। এর সাথে আরো বলেছিলেন- এটি হবে তোমার এবং তোমার সন্তানদের সালাম “সুবহানাল্লাহ”। তাইতো প্রত্যেক মুসলিম ব্যক্তির সালাম আদায় করা সুন্নত। 

আর এই সালাম এমন একটি পবিত্র ও অর্থপূর্ণ বাক্য যা আপন পর, দূরের কাছের, ঘরে বাইরের প্রত্যেককে বলা সুন্নত। তাই আসুন– মহান আল্লাহতালার নির্দেশ মাফিক আমরা নিজ নিজ দায়িত্বে সালাম আদায় করি। আসসালামু আলাইকুম। 

আরও দেখুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *