আসসালামুয়ালাইকুম বন্ধুরা, আজকে আমরা মহা কবি কায়কোবাদের জীবনী সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জানবো। তাহলে চলুন জেনে নেওয়া যাক।
আরও দেখুনঃ সাধারণ জ্ঞান
কায়কোবাদ
- ১৮৫৭ সালে ঢাকার নবাবগঞ্জের আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম মুহম্মদ কাজেম আল কোরেশী। তাঁর উপর বেশি
- কাব্যপ্রভাব ছিল হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও নবীনচন্দ্র সেনের।
- আধুনিকযুগে প্রথম বাঙালি মুসলমান কবি ।
- বাঙালি মুসলমান কবিদের মধ্য প্রথম মহাকাব্য রচয়িতা।
- বাঙালি মুসলমান কবিদের মধ্য প্রথম সনেট রচয়িতা।
- পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১ খ্রি.) অবলম্বনে কায়কোবাদ রচনা করেন মহাকাব্য মহাশ্মশান (১৯০৫)।
- কায়কোবাদ রচিত প্রথম কাব্যগ্রন্থ ‘বিরহ বিলাপ’ (১৮৭০ খ্রি.); মাত্র ১২ বছর বয়সে কাব্যটি রচনা করে তাঁর কবিত্ব শক্তির বিকাশ ঘটান।
- বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম বাংলায় সনেট রচনা করেন কায়কোবাদ।
- তাঁর রচিত অশ্রুমালা কাব্যগ্রন্থের মূল সুর প্রেম (১৮৯৬)। ‘আযান’ তাঁর ‘কাব্যসমগ্র’ কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা ।
- ১৯৩২ সালে নিলিখ ভারত সাহিত্য সংঘ কর্তৃক তাঁকে প্রদান করা হয় কাব্যভূষণ, বিদ্যাভূষণ ও সাহিত্যরত্ন উপাধি। কবি কায়কোবাদ ১৯৩২ সালে কলকাতায় অনুষ্ঠিত বঙ্গীয় মুসলিম সাহিত্য সম্মেলনের মূল অধিবেশনে সভাপতিত্ব করেন।
- ১৯৫১ সালের ২১ জুলাই পরলোকগমণ করেন ।