প্রত্যেকটি দেশের মুদ্রাকে এক একটি নামে এবং আলাদা আলাদা মূল্যে আদান-প্রদান হয়ে থাকে। তাই প্রয়োজনের তালিতে আমাদের কখনো কখনো জানতে হয়, নিজ দেশ ছাড়াও বাহিরের দেশের মুদ্রা/টাকার মূল্য সম্পর্কে। আজকের আর্টিকেলে দুবাই টাকার রেট কত- সে সম্পর্কে জানব। আপনি যদি দুবাইয়ে বসবাস করে থাকেন বা কর্মসূত্রের দুবাইয়ে গিয়ে থাকেন, তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য অনেক উপকারী হবে। তাহলে আসুন জানি– দুবাই টাকার রেট – ১ দিরহাম= কত টাকা। 

দুবাই টাকার রেট
দুবাই টাকার রেট

মূলত আজকের আলোচনায় থাকছে–দুবাই টাকার নাম কি, দুবাই টাকার রেট, দুবাই ১০০ টাকা বাংলাদেশের কত টাকা, দুবাই ১ দিরহাম বাংলাদেশের কত টাকা, দুবাই দিরহাম রেট বাংলাদেশ, দুবাই টাকার ছবি, দুবাই টাকার আজকের রেট, দুবাই টাকার রেট-দিরহাম টু টাকা ইত্যাদি বিষয়বস্তু।

দুবাই টাকার রেট

দুবাই অর্থাৎ আরব আমিরাতের ব্যবহার্য মুদ্রা কে দিরহাম বলা হয়। যা বাংলাদেশের ২৯.১৩ টাকা সমান এক টাকা হিসেবে পরিগণিত। তবে দুবাই টাকার রেট প্রতিনিয়ত আপডেট হচ্ছে। তাই আজকের দিরহাম রেট বাংলাদেশের ২৯.১৩ টাকা ছাড়িয়ে আরব বৃদ্ধি পেতে পারে। 

দুবাই দিরহাম টু টাকা

আরব আমিরাতের ব্যবহৃত মুদ্রা বাংলাদেশী টাকায় আলাদা মূল্যে ব্যবহৃত হয়। মূলত দুবাই দিরহাম কে টাকাতে রূপান্তর করলে হয়ে থাকে–

১ দিরহাম = ২৯.১৩ টাকা

Google News

১০ দিরহাম = ২৯১.৩০ টাকা 

১০০ দিরহাম = ২৯১৩ টাকা 

১০০০ দিরহাম = ২৯১৩০ টাকা

১০০০০ দিরহাম = ২৯১,৩০০ টাকা 

দুবাই টাকার রেট ২০২৩ বাংলাদেশ

দুবাই এর ব্যবহৃত মুদ্রার মূল্য সম্প্রতি সময়ে বেড়েই চলেছে। ২০২২ সালে আরব আমিরাতের ১ দিহরম = ২৮.২৭ টাকা করে ছিল। তবে আজকের সময় দাঁড়িয়ে অর্থাৎ দুবাই টাকার রেট ২০২৩ সালে বেরিয়ে গিয়ে দাঁড়িয়েছে ২৯.১৩ টাকা। 

প্রশ্ন ও জিজ্ঞাসা

১. দুবাই টাকার নাম কি?

উত্তর: দিরহাম 

২. ১ দিরহাম = কত টাকা ?

উত্তর: ২৯.১৩ টাকা

৩. দুবাই দিরহাম রেট বাংলাদেশ বিকাশে কত?

উত্তর : ২৯.১৩ টাকা

৪. ১ দিরহাম কত টাকা ২০২২?

উত্তর : ২৮.৫০ টাকা

. ১ দিরহাম কত টাকা ২০২৩?

উত্তর : ২৯.১৩ টাকা

৬. দুবাই ১০০ দিরহাম বাংলাদেশি কত টাকা?

উত্তর : ২৯১৩ টাকা

৭. কখন টাকা বিদেশ থেকে দেশে পাঠালে বেশি পাওয়া যায়?

উত্তর : যখন কারেন্সি রেট অর্থাৎ আন্তর্জাতিক বাজারে দেশের অর্থনৈতিক মূল্য বেশি থাকবে তখন দেশে টাকা পাঠালে বেশি টাকা পাওয়া যায়।

আরও দেখুনঃ