চোখ নিয়ে কবিতা Chokh Niye Kobita: পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে চোখ অন্যতম। আর এই চোখেরই প্রেমে পড়ে যায় মানুষ। চোখের দিকে তাকিয়ে মানুষ কখনো মিথ্যে বলতে পারে না। যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে মিথ্যে বলার জন্য তাকাতে হয় এদিক সেদিক।
বর্তমানে সোশ্যাল মিডিয়া এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে মানুষ প্রিয়জনদের জন্য তাদের ইমপ্রেস করার জন্য বিভিন্ন চোখ নিয়ে কবিতা খোঁজাখুঁজি করে থাকেন। যারা ভাবছেন আপনার প্রিয় মানুষটিকে কোনো চোখ নিয়ে রোম্যান্টিক কবিতা শোনাবেন তাদের জন্যই মূলত আমাদের আজকের এই আয়োজন। আরও দেখুনঃ কবিতা ও স্ট্যাটাস
চোখ নিয়ে কবিতা
ছোট এই কনটেন্টে আপনাদের জন্য থাকছে চোখ নিয়ে অসাধারন কিছু কবিতা। আমরা প্রতিদিন আপনাদের চাহিদা মেটানোর জন্য বিভিন্ন বাংলা স্ট্যাটাস রোমান্টিক প্রেমের স্ট্যাটাস উক্তি গুচ্ছ কবিতা প্রকাশ করে থাকি। তাই আপনার যদি প্রিয় মানুষটিকে শোনানোর জন্য চোখ নিয়ে কবিতা সম্পর্কিত ছন্দ কবিতার প্রয়োজন পড়ে তাহলে এই পোষ্ট টি আপনার জন্য।
তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি চোখ নিয়ে লেখা কবিতা গুলোঃ
কবিতা-১
নামঃ দুঃসাহসী প্রেমিক
দুঃসাহসী প্রেমিক শোনো হে শোনো কামিনী
– ও মায়বী চোখের অধিকারীনি
– জেনে নিও ডুবতে চাই আমি ঐ চোখে
দুঃসাহস কার মোরে রুখে?
কাজল কালো রেখো তোমার ঐ আখি,
ভুলেও দিও না মোরে ফাঁকি।
তুমি যে নীল নয়না, তোমাকে না পাবার আছে বড় যাতনা।
ও চোখের গভীরতায় দিবো আমি ডুব,
হৃদয়ের প্রতিচ্ছবি দেখা হবে খুব।
নয়নে নয়ন রাখো রূপসী-
প্রনয়ের ডোরে বাধবো তোমায়, করবো প্রেয়সী।
কবিতা-২
নামঃ প্রেম চারা
ভোর-জানালার রোদশিখার মতো
তোমার চাহনি
বুক ভেদ করে চলে যায়- এপাশ ওপাশ।
এ বড় মধুর দহন..
আমার আমি তোমাতেই বিলীন!
তোমার চোখের ধারালো ছুরিতে ব্যবচ্ছেদ হবার সুযোগ পেলে ব্যবহারিক ক্লাসে
জেগে থাকবো উদ্ভিদচারা হয়ে।
কবিতা-৩
নামঃ চোখের স্বরলিপি
ঝরাপাতা-গানে আর ভেজাবো না মন,
তোমার গানেই মন বড় উচাটন!
তোমার পলকে রাঙা হয়ে আসে
বৈশাখী বিকেল এলোমেলো হয় রবীন্দ্র স্বরলিপি…
ভেতরের কালবৈশাখী বলে ওঠে- ‘
হারমোনিয়ামের রিডে আঙুল রেখে
আমার চোখে চোখ রেখো না,
বড় বেশি ওলট-পালট হয়ে যায়
আমার ভেতরের সা-রে-গা-মা।
কবিতা-৪
নামঃ সুনয়না
মায়ায় ভরা চোখ দুটো তোর
দেখলে পড়ি প্রেমে হাত ছেড়ো না, সুনয়না
প্রেম রবে মোর থেমে।
কাজল কালো চোখ দুটো তোর
পদ্ম ফুলের মতো
প্রেম নদীতে সাঁতার কাটি
দেখি তোমায় যতো।
সুনয়না,
তোমায় ভাবি সকাল দুপুর সাঁঝে
চোখ দুটো তোর ফুটে উঠে আমার মনের মাঝে।
যেমন দেহের গড়ন তোমার তেমন সুন্দর আঁখি
দোহাই লাগে সুনয়না
আর দিওনা ফাঁকি।
কবিতা-৫
নামঃ প্রিয়র অপেক্ষায়
অক্ষিতে অশ্রুর সঞ্চার ঘটে রোজ,
হিয়া বোঝে না প্রিয়- কোথা পাই খোঁজ?
নয়নে নয়নে বাধা সে প্রনয় বাধন-
আনন্দ বদলে আজ হয়েছে রোদন!
চোখের গভীরতা মিছে কভু হয়?
হে প্রিয় এসো ফিরে, লাগে বড় ভয়। .
দিকবিদিকশুন্য আজ চঞ্চল সে চোখ,
আখি আজও নেশাতুর তোমাতেই ঝোঁক।
কেন ফেলে গেলে চলে, হলে চোখের আড়াল?
অনুভূতির ব্যবচ্ছেদ করে ধারালো করাল!
চক্ষু মুদিলে আজও ভাসে সব স্মৃতি,
যেখানেই রও প্রিয় নিও মোর প্রীতি।
কবিতা-৬
নামঃ অভিমানী দৃষ্টি
দৃষ্টি দিয়ে দংশিবে হায়,
মতি বোঝা দায়-
চোক্ষে যেন অগ্নি ঝরে-
কি করিবো হায়!
অভিমান-অনুযোগের মিশেল চোখের পাতায়,
তল হারিয়ে ঠাই না পায় চোখের গভীরতায়।
মায়ার বদলে সেথায় দেখি ক্রোধের তরী
তবুও চোখে জল জমেছে,
যেন ঝরবে অশ্রুবারী!
অব্যক্ত কথারা বুঝি ভাসে চোখের কোনে,
নির্লিপ্ততা গেলেও দেখা মনটা সবই জানে।
ক্রোধান্বিত চোখের পানে তাকিয়ে থাকা দায়, উ
দাসী চাহনীতে ঠিকই তোমায় জড়ায়;
চোখের ভাষা ঐ হৃদয়ের আরশি,
হেথায় কোন কপটতা নেই,
অক্ষি দুঃসাহসি।
কবিতা-৭
নামঃ অনন্ত ঘুমপিপাসা
অনন্ত ঘুমপিপাসায় কাতর হয়েও
রঙিন ঝাড়বাতি জ্বলতে দেখি তোমার চোখে…
স্বপ্নের আঁচলে মোড়ানো চপল চাহনির তীর
বুক বিদ্ধ করে যায় অবিরাম…
এক পলক স্বপ্নচোখের বিনিময়ে
কিনে নিয়েছ আমার ঘুমচোখ
নিদ্রাহীনতার উজানে এখন
ডুবসাঁতার লাভ লোকসানের পরোয়া করি না বলেই
আচমকা ইচ্ছে হয়-
তোমার যুগলচোখে
ভালোবাসার দোকান খুলে বসি…
কবিতা-৮
কবিতাঃ চোখ
তোমার চোখ বড় মায়াবী চমত্কার !
আঁখির তারা দুটি যেন হুতম পেঁচার
ঐ চোখে দেখিতাম সদা
রবির কিরণ পূর্ণতা সোহাগী প্রেমাকর্ষণ ।
চোখ নয় যেন দুটি শুক তারা
পলকে পলকে হয়ে যাই দিশহারা
ভ্রু দুটি কৃষ্ণ গোলাপের পাপড়ি
মন কেড়ে নেয় দিবা শর্বরী ।
আঁখির কৃষ্ণ পত্র তোমার
অভ্রে কাজল মেঘের যেন দ্বার ;
নহে ছোট নহে ডাগর দৃষ্টি যেন সুখ গহবর।
হেরিলে কেহ ফেরে না তো দৃষ্টি জীবন ভর
দেখিতে হয় মোহ সৃষ্টি ;
তোমার এ চোখ স্রষ্টার প্রেমে গড়া
তাই প্রেম প্রীতি সোহাগে ভরা ।
ভাবিনি কভু আড়ালে রহিছে
তার স্বার্থপর মাউন্ট এভারেস্ট পাহাড় ;
অহমিকা তার প্রশান্তের ন্যায় করেছে মোরে যত রকম হেয় ।
ঐ চোখে লুকিয়ে এতই যাতনা
ছিলনা তো কভু মোর কল্পনা ;
ছলনাময়ী চোখ কেড়ে নিছে মোর
সবি আমি হেরিছিলাম তার বাহ্যিক ছবি ।
আরও দেখুনঃ ছবি তোলার স্টাইল | ছবি তোলার নতুন স্টাইল পিক | ছবি তোলার স্টাইল ২০২৩
তো বন্ধুরা আজ এ-পর্যন্তই। আমাদের ওয়েবসাইটের চোখ নিয়ে কবিতা গুলো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। সেই সাথে কোন মতামত থাকলে কমেন্ট করে জানান। ধন্যবাদ।