স্বপ্নে ভরা এই পৃথিবীতে আমরা স্বপ্নের বীজ বপন করতে ভালবাসি এবং সেইসাথে আরো ভালোবাসি বীজ থেকে ফল পেতে অর্থাৎ স্বপ্ন থেকে বাস্তবে কিছু পেতে ।  সবার মত আমিও এক স্বপ্নচারী যে বেঁচে আছি পৃথিবীতে ভালো কিছুর আশায়।  শুধু আমার জন্য নয় আমি চাই আমার পাশাপাশি আমার আশেপাশের মানুষদেরও ভালো কিছু হোক যে স্বপ্ন থেকে আমার এই বীজ বপন শুরু হয়েছে এবং জানিনা কতদূর নিয়ে যেতে পারবো। 

তবে এতোটুকু জানি যে আমি যদি আমার জায়গায় সৎ এবং পরিশ্রমী থাকি আর আপনারা যদি আমার পাশে থাকেন তবে সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক দূর এগুনোর পথে আর কোন বাঁধা থাকবে না।  তাই আমি চাই আপনারা সবাই আমার পাশে থাকেন। 

কোন অভিযোগ থাকলেঃ যোগাযোগ


আকাশ আহমেদ

Managing Director

মেঘলা খাতুন

Admin Director

সেতু রানী সুন্দরী

Finance Director