Physical Address

304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

বিয়ের বাজার লিস্ট

বিয়ের বাজার লিস্ট সম্পর্কে অনেকেই জানতে আগ্রহী। কেননা- বিয়ের বরের বাজার লিস্ট, কনের জন্য বিয়ের বাজার লিস্ট, হিন্দু বিয়ের বরের বাজার লিস্ট–এ কিছুটা ভিন্নতা রয়েছে। তাই অনেকেই বিয়ের বাজার লিস্ট pdf সংগ্রহের জন্য গুগল বা ইউটিউবে খোঁজাখুঁজি করে থাকেন। মূলত আজকের এই আর্টিকেলে আমরা বিয়ের বাজারের বিভিন্ন জিনিসপত্র ও কসমেটিকের তালিকা তুলে ধরবো। তো সুপ্রিয় পাঠক বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আমাদের আজকের আলোচনা পর্বে।

বিয়ের বাজার লিস্ট

আশা করি সবাই ভাল এবং সুস্থ আছেন। তো আপনারা যারা কনের জন্য বিয়ের বাজার লিস্ট এবং বিয়ের কসমেটিক্স এর তালিকা সম্পর্কে এ টু জেড জানতে চান যাতে করে কেনাকাটার সময় কিছু বাদ না পরে, তাদেরকে বলব– শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন অথবা বিয়ের বাজার লিস্ট পিডিএফ ডাউনলোড করে শপিং মল থেকে কিনে নিন প্রয়োজনীয় পণ্য। 

বিয়ের বাজার লিস্ট

বিয়ের সাজ প্রত্যেকটি মেয়ের জন্য অনেক বেশি শখের সাজ। ছেলে মেয়ে উভয়েই মূলত এই দিনে একটু আলাদা সাজে সেজে ওঠে। কেননা বিয়ে একেবারে ই অন্যরকম একটি মুহূর্তর সম্মুখীন করে। আর সেই মুহূর্তে কে স্মৃতির পাতায় কিছুটা ভিন্নভাবে তুলে ধরতেই এত সাজসজ্জা আর এত কিছুর আয়োজন।

প্রত্যেকেই চায়, বিয়ের দিন যাতে তাকে সবচেয়ে সুন্দরী ও আকর্ষণীয় দেখতে লাগে। আর তাই স্বাভাবিকভাবে মেয়েরা অনেক রকমের কসমেটিক্স এবং জিনিসপত্র ব্যবহার করে থাকে সেদিন। বিবাহ উপলক্ষে নিজেকে সুন্দর করে সাজাতে সাধারণত যে প্রোডাক্টগুলোর প্রয়োজন পড়ে সেগুলো জানতে নিচের লিস্টটি এক নজরে দেখে নিন। 

১.লিপস্টিক
২.লিপ লাইনার
৩.নেইল পলিশ
৪.ফেস পাউডার
৫.আই লাইনার
৬.মাসকারা
৭.আই শেডো বক্স
৮.মেকআপ বক্স
৯.শাম্পু ফর হেয়ার
১০.কনডিশনার
১১.ককোনাট ওয়েল
১২.সাবান
১৩.সোপ বক্স
১৪.পাউডার
১৫.পাউডার বক্স
১৬.টুথ পেস্ট
১৭.টুথ ব্রাশ
১৮.চিড়ুনি
১৯.তোয়ালে
২০.রুমাল
২১.টিপ
২২.আইবুরু পেনসিল
২৩.কাজল
২৪.চুলের কিপ
২৫.চুলের কাটা
২৬.খোপা
২৭.বডি লোশন
২৮.মেহেদি টিউব
২৯.গ্লিটার
৩০.রাখি
৩১.আয়না
৩২.বডি স্প্রে
৩৩.পারফিউম
৩৪.সেফটিপিন (Golden & Silver)
৩৫.চুড়ি (glass, city gold)
৩৬.লাকের নথ (city gold)
৩৭.আলতা
৩৮.চুলের জন্য কাপড়ের ফুল
৩৯.কুমকুম টিপ
৪০.ঘড়ি
৪১.ওড়না
৪২.সেনডেল
৪৩.ফেসওয়াশ
৪৪.শাম্পু আফটার শাউয়ার
৪৫.সান স্ক্রিন বডি লোশন
৪৬.মাউথ ওয়াশ
৪৭.ফেস ক্রিম
৪৮.হেয়ার স্ট্রেটনার
৪৯.ওলিভোয়েল/মেকআপ রিমুভার
৫০.মশ্চারাইজার
৫১.টোনার
৫২.মেকাপ রিমুভার কটন
৫৩.ওরনামেন্ট ব্যাগ
৫৪.ঘড়ি
৫৫.রুমের জন্য স্যান্ডেল (নরম)
৫৬.মিস্ট
৫৭.হেয়ার ড্রায়ার
৫৮.হেয়ার স্প্রে
৫৯.নেইল কাটার
৬০.ক্যানডেল
৬১.লেইস
৬২.১ম শাড়ি (বেনারসি)-১ টি
৬৩.২য় শাড়ি (জামদানি)-১টি
৬৪.৩য় শাড়ি-১টি
৬৫.৪থ শাড়ি-১টি
৬৬.সুতি শাড়ি-২ টি
৬৭.সেলোয়ার কামিজ- ২ সেট
৬৮.নাইট গাউন
৬৯.ব্লাউজ
৭০.পেটিকোট
৭১.মোজা
৭২.ট্রলি ব্যাগ
৭৩.ভেনেটি ব্যাগ/ পার্টি ব্যাগ
৭৪.গহনা (গোল্ড + সিটি গোল্ড)
৭৫.জায়নামাজ
৭৬.তাসবিহ
৭৭.কোরান শরিফ
৭৮.বোরকা/ স্কার্ফ
৭৯.আত্মীয়-স্বজন ও পরিবারবর্গের জন্য পোষাক
৮০.শীতল পাটি

আরও পড়ুনঃ স্বামীকে ডিভোর্স দেওয়ার নিয়ম

তো আপনারা যারা বিয়ের বাজারের প্রস্তুতি নিতে যাচ্ছেন তারা এখনই বিয়ের বাজার লিস্ট এর পণ্য গুলো কিনে ফেলুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *