বিচ্ছেদ নিয়ে উক্তি আমরা বিভিন্ন কারণে খোঁজাখুজি করে থাকি আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বই এবং ইন্টারনেটে। পরিবেশ পরিস্থিতি সাপেক্ষে বিভিন্ন সময় আমাদের এ ধরনের উক্তির প্রয়োজন হয়। সেই ব্যাপারটা মাথায় রেখেই আমাদের আজকের এই লেখা সাজানো হয়েছে বিচ্ছেদ নিয়ে কিছু উক্তির সমন্বয়ে। বিচ্ছেদ নিয়ে সাজানো এই উক্তিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটের অন্যান্য উক্তিগুলো দেখে নেবেন। আরও দেখুনঃ ভালোবাসার উক্তি | সেরা নতুন ৭০টি প্রেমের রোমান্টিক উক্তি
বর্তমান সময়ে ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিংবা ভিডিও কনটেন্টের কারণে আমাদের উক্তি প্রয়োজন হয়। তাছাড়া প্রিয় জনকে হাতে আনতে এবং নিজের ভেতরের ফিলিংস প্রিয়জনকে বোঝানোর জন্য আমরা উক্তি খোঁজাখুঁজি করে থাকি। আপনাদেরকে এতোটুকু বলতে পারি যে আপনি যদি বিচ্ছেদ নিয়ে উক্তি খুঁজে থাকেন তাহলে আমাদের এই লেখাটি হতে পারে আপনার জন্য সবচেয়ে ভালো উক্তির সম্ভার। সুতরাং কথা না বাড়িয়ে চলুন একত্রিত ভাবে বিচ্ছেদ নিয়ে বিভিন্ন পরিস্থিতি সাপেক্ষে যে উক্তিগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলো দেখে নেয়া যাক।
আরও দেখুনঃ
বিচ্ছেদ নিয়ে উক্তি
একটি মানুষ যখন কাউকে
সত্যিকারের ভালোবাসে ।
তার শূন্যতা অনেক কাঁদায়।
———————————–
আলোতে তারাই বেশি হাসে ।
যারা আঁধারে বেশি কাঁদে।
———————————-
তুই পাশে না থাকলে
ভালো থাকি কেমন করে বল?
আমার ভালো থাকার
পাসওয়ার্ড তো তুই শুধু তুই।
————————————-
হাজারো মানুষের ভিড়ে
একজনকেই খুঁজি
সে হলো তুমি ।
——————————–
সকল মানসিক দুর্বলতা মধ্যে
জীবনের প্রতি ভালোবাসা
সবচেয়ে শক্তিশালী
———————————-
সময় জুড়ে শুধু শুন্যতা
নীরবে ছুঁয়ে থাকে
ভুলেও আমি ভাবিনি হারাবো
কখানো তোমায় এভাবে
———————————
শত কষ্ট বুকে চেপে রেখে
বেঁচে থাকুক হাজারো
জীবন্ত লাশ।
————————————
জানি না সুখ কাকে বলে
শুধু জানি
তোর মুখটা একবার দেখেলে
মনটা আনন্দে ভরে যায় ।
————————————–
দিন শেষে সবাই রাতের বেলায়
ভালো থাকতে চাই।
কিন্তু সবার ভালো থাকাটা
হয়ে উঠে না।
———————————–
শূন্যতায় বন্দী আমি
তুমি বন্দী খেয়ালে
ভাষা গুলো আটকে আছে
নীরবতার দেওয়ালে ।
——————————————
ভালোবাসা মানে
শুধু দেহের আকর্ষন না !
ভালোবাসা মানে হলো
শ্রদ্ধা, সম্মান, বিশ্বাস ও ভরসা !
———————————————
এখনকার ভালোবাসা
শুধু ভালোবাসা নয়!
তাতে মিশে থাকে
কিছু মিথ্যা অভিনয়।
——————————————
সেই মানুষগুলো
বেশি অবহেলা করে
যাদের আমরা খুব
ভালোবাসি!
——————————-
যে সবাই কে আপন ভাবে ।
সে সবার পর হয়ে যায়।
এটাই হয়তো বাস্তবতা।
——————————–
এতো কিছু বোঝো
আমার মন বোঝো না।
—————————————
তোর জন্য সব ছাড়াতে পারি
কিন্তু তোরে ছাড়তে পারবোনা।
—————————————–
কোনো কিছুর মূল্য
তখনি বোঝা যায়।
যখন জীবন থেকে
হারিয়ে যায়।
———————————–
বুঝেও কেনো বুঝোনা
তোমার কষ্ট সহ্য
করতে পারি না।
————————————
তোমাকে ছাড়া ভালোতেও
ভালো নেই আমি।
এই অনুভবে শুধু তুমি।
—————————————
সময় বদলে যায় জীবনের সঙ্গে
জীবন বদলে যায় সম্পর্কের সাথে
সময় বদলায় না আপনজনের সঙ্গে
শুধু আপনজন বদলে যায় সময়ের সঙ্গে।
———————————————————-
জলে ছুঁয়ে যায়,চোখে বারেবার,
তুমি না ফিরলে আমি হবো কার?
—————————————————
কাওকে একবার মন থেকে ভালোবেসে
দেখো তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর
চেয়ে অনেক কঠিন মনে হবে।
———————————————-
যদি কাউকে ধোঁকা দিয়ে থাকো
তাহলে ভেবো না সে বোকা।
শুধু এটাই ভাববে সে তোমাকে
এতটাই বিশ্বাস করেছিল
যার যোগ্য তুমি নও
————————————————–
প্রার্থনা করি
যারা যাকে ভালোবাসে
তাকেই যেন পায় !
কেন না অসমাপ্ত ভালোবাসা
সত্যি খুব কাদায়
——————————————–
সে এসে বসুক পাশে
যেভাবে অসুখ আসে
তারপর হয়ে যাক, যন্ত্রণা অনায়াসে।
তবুও আসুক সে
জানুক, প্রিয়তম অসুখ সে!
———————————————————
ভালোবাসা এমন এক বদ অভ্যাস
যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ
পাবার জন্যে সারা জীবন কষ্ট
সইতে দ্বিধা বোধ করে না।
——————————————-
যাকে ভালোবাসার নামে
আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন
তার চোখের প্রত্যেক ফোঁটা অশ্রু
আপনার চলার পথকে পিচ্ছল
করে দিবে একদিন
——————————————–
পথ খুঁজে যায় পথের সীমানায়।
আমার ঝাপসা চোখের বারান্দাতে
দীর্ঘ শ্বাসের জল,
আমার মুঠোয় বন্দী
এখন শুধুই স্মৃতির শতদল।
——————————————–
পৃথিবীর সবচেয়ে
দুর্বল স্থান হলো মন
আর সবচেয়ে দুর্বল
অস্ত্র ভালোবাসা।
—————————————–
কার হার্টে কার বিট চলে।
কার আবেগে কে গলে।
কার চোখে কে অশ্রু ফেলে
——————————————
আমার কান্নার শব্দ যাকে ব্যথিত করেনি
আমার মৃত্যু সংবাদে
সে কখনই ব্যথিত হবে না
—————————————–
যদি মনের অনুভুতি
ঠিক থাকে
তাহলে সম্পর্কটাও থাকে
আজীবন!
———————————-
অপেক্ষা টা সেই করে,
যে কাউকে মন থেকে
ভালোবাসে….!!
——————————
যেই খাঁচাতে থাইকা
শিখলি প্রেমের মানেটা
সেই খাঁচাটা ছাইড়া
যাইতেও কষ্ট পাইলি না।
——————————————-
পথ খুঁজে যায় পথের সীমানায়।
আমার ঝাপসা চোখের বারান্দাতে
দীর্ঘ শ্বাসের জল
—————————————–
ভালোবাসার অনুভুতি গুলো
খুব আজব রকমের হয়.
কখনো কষ্টের মাঝে লুকোনো
সুখ খুঁজে পাওয়া যায়।
————————————-
একবার বলেই দেখতে,
তোমার ভালোবাসা
চাই না টাকা চাই।
দিন-রাত খেটে হলেও
তোমার চাওয়া পূরণ করতাম
————————————–
আমার স্বপ্ন আজ আমার
আর্তনাদের মূল কারণ,
আজ আমি কাঁদছি তবে
অতীতকে নিয়ে ভাবছি না।
—————————————-
তুই তার প্রেমেতে অন্ধ,
আমি তোর প্রেমেতে সীমাবদ্ধ।
———————————-
সুখীতো তারাই হয়
যারা অন্যের বুকে ছুরি মেরে
ভালো থাকতে যানে
—————————————-
মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো !
কষ্ট মানুষ কে পরিবর্তন করে
আবার কষ্ট মানুষ কে শক্তি শালি করে ।
————————————————-
চোখের অশ্রু টাও বেইমান
ঝরে পরে তাও আবার অন্যের জন্য
নিজের অস্তিত্ব টাও এখন বেইমানি
করে শুধুমাত্র তোর জন্য
———————————–
কলিজায় জায়গা দেওয়া
মানুষগুলোই একসময়
কলিজায় আঘাত করে চলে যায়।
এটাই বুঝি বাস্তবতা।
———————————
সময় জুড়ে শুধু শুন্যতা
নীরবে ছুঁয়ে থাকে
ভুলেও আমি ভাবিনি হারাবো
কখানো তোমায় এভাবে
——————————————
তুমি হাসলে সবাই
তোমার সাথে হাসবে
কিন্তু তুমি কাঁদলে কেউ
তোমার সাথে কাঁদবেনা
মানুষকে কাঁদতে হয়
একা একা..!!
———————————-
হাজারো প্রেমিকের ব্যর্থতার কারন
তার প্রেমিকার মুখের হাসি।
—————————————
কষ্ট মানুষ কে পরিবর্তন করে
কষ্ট মানুষ কে শক্তিশালি করে
আর প্রতিটি কষ্টের অভিঙ্গতাই
আমার জন্য নতুন শিক্ষা ।
——————————————-
এখন আর ঘুম আসে না
তোমার কথা ভাবতে ভাবতে
কাল্ন্ত হয়ে শুয়ে পরি ।
————————————
জীবনের গতির কথা
ভাবলে পা দুটোর
গতিও থেমে রয়
নিঃসঙ্গ এই পথে তখন
আত্মবিশ্বাস টুকুই সঙ্গি হয়..!!
———————————————–
জীবনে কিছু
মানুষ থাকে যারা কাছে
থাকলেও কাঁদায় আবার দূরে
গেলেও কাঁদায়
————————————
বেদনা মধুর হয়ে যায়
যদি তুমি দাও..।
মুখের কথাই হয় যে গান
যদি তুমি গাও.!
———————————-
ভালবাসা বদলায় না
বদলে যায় মানুষ গুলো
অনুভূতিরা হারায় না
হারিয়ে যায় সময় গুলো ।
—————————————
আমি সত্যিই ব্যার্থ !!! কারণ আমি কখনোই
তোমাকে বুঝাতে পারি নাই আমি
তোমাকে কতটা ভালবাসি
————————————-
তুমি আমার হৃদয়ে যদি থাকো
একদিন যানি কাছে আসবে।
যানি আমাকেই শুধু ভালবাসবে।
—————————————-
তুমি বেঁচে থেকো তোমার সকল
ভালোলাগার কারণগুলো নিয়ে
আমি না হয় বেঁচে থাকবো
তোমার সকল অতীতকে আঁকড়ে ধরে।
————————————————
তুমি আমি কেন দূরে দূরে?
খুজে বেড়াই ঘুরে ঘুরে।
মন কি যে চায়
কাটে শুধু বেদনায়।
————————————-
কাওকে দুঃখ দিলে তোমাকে
দুঃখ পেতে হবে
সেটা আজ হোক অথবা কাল!
——————————————-
কান্নার জল সবাই দেখে
হৃদয়ের কষ্ট কেও
দেখেনা,পাওয়ার আনন্দ
কিছুদিন থাকে.
কিন্তূনা পাওয়ার বেদনা
সারাজীবনএ ও ভুলা যায়না !
—————————————-
হ্যাঁ বদলে গেছি
সময়ের সাথে তাল মিলিয়ে
অনুভূতির পাত ছিঁড়ে
আমি হারিয়ে গেছি।
আশা করি বিচ্ছেদ নিয়ে যে উক্তিগুলো আপনারা এতক্ষণ দেখলেন সেগুলো আপনাদের কাজে আসবে এবং যথেষ্ট ভালো লেগেছে। যেকোনো সময় যেকোনো ধরনের উক্তি এবং কবিতা সহ বিভিন্ন তথ্য সহজেই হাতের কাছে পেতে আমাদের সাইট ফেসবুকে শেয়ার করতে পারেন এবং আপনার বন্ধুকেও জানিয়ে দিতে পারেন যে তাদের মনের কথাগুলো প্রকাশ করার জন্য এত সুন্দর একটি উৎস রয়েছে।