আসসালামুয়ালাইকুম বন্ধুরা, আজকে আমরা জ্যোতির্ময়ী নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জানবো। তাহলে চলুন জেনে নেওয়া যাক।
আরও দেখুনঃ সাধারণ জ্ঞান
নবাব ফয়জুন্নেছা চৌধুরানী
বৃটিশ সরকার তাঁকে ‘নওয়াব’ উপাধিতে ভূষিত করেন। তিনি একমাত্র মহিলা যিনি এ খেতাবে ভূষিত হয়েছেন । তিনি ছিলেন জমিদার মুহম্মদ গাজী চৌধুরীর দ্বিতীয় স্ত্রী । ফয়জুন্নেসার দাম্পত্য জীবন ছিল কলহপূর্ণ এবং পরিশেষে তাঁর স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে। তাঁর একটিমাত্র উপন্যাস তাঁকে সাহিত্যের ইতিহাসে একটি মর্যাদা আসান প্রদান করেছে- যার নাম ‘রূপজালাল’ (১৮৭৬)। এটি আত্মজীবনীমূলক উপন্যাস। অনেকটা রূপকথার ঢঙে গদ্যে লেখা এ উপন্যাসের উপর ভারতচন্দ্রের প্রভাব বিদ্যমান। এ উপন্যাসে ঔপন্যাসিকের ব্যক্তিগত জীবনের দীর্ঘ নিঃশ্বাস পাঠকেরও অন্ডর স্পর্শ করে।